দূর করো ভয়ভীতি,
ফিরিয়ে আনো সম্প্রীতি।
দূর করো স্বজনপ্রীতি,
ফিরিয়ে আনো জননীতি।
ফিরিয়ে আনো সম্প্রীতি।
দূর করো স্বজনপ্রীতি,
ফিরিয়ে আনো জননীতি।
দূর করো হিংস্রনীতি,
ফিরিয়ে আনো ঐক্যনীতি।
দূর করো দূর্নীতি,
ফিরিয়ে আনো সুনীতি।
একটাই মিনতি,
ফিরিয়ে আনো সুস্থ রাজনীতি ।।
0 comments :
Post a Comment